গৌরনগর পঞ্চায়েত সমিতির সভাগৃহে সম্প্রতি পঞ্চায়েত সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারান সিংহ । সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস , সহকারি সভাধিপতি শ্যামল দাস , গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শিবশঙ্কর অধিকারী , ঊনকোটি জিলা পরিষদের সদস্য জমশেদ আলী ও মোঃ বদরুজ্জামান , গৌরনগর পঞ্চায়েত সমিতির সদস্য – সদস্যাগণ , ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান ও সচিবগণ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ । সভায় আলোচনার সূচনা করে গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী জানান , জেলার চারটি ব্লকের মধ্যে গৌরনগর ব্লকে রেগায় সর্বোচ্চ কাজ হয়েছে । ব্লকে মোট ৯ লক্ষ ৩৫ হাজার শ্রমদিবসের কাজ হয়েছে । চলতি বছরের প্রথম দুইমাসে কাজ হয়েছে ১ লক্ষ ১৬ হাজার শ্রমদিবসের । কৃষি দপ্তরের আধিকারিক জানান , গত অর্থবছরে কৃষি যন্ত্রপাতি প্রদানে ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে । আগামীতে প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনায় টাকা পাওয়ার জন্যে প্রত্যেক কৃষককে সিএসসি’র মাধ্যমে ই – কেওয়াইসি করতে হবে । পানীয়জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের আধিকারিক জানান , গৌরনগর ব্লকে ১ লক্ষ গ্যালন ক্ষমতাসম্পন্ন একটি পানীয়জলের ওভার হেড ট্যাঙ্ক নির্মাণ করা হবে । এজন্য জায়গা দেখা হচ্ছে । ব্লকে ৩০ টি ডিপটিউবওয়েল খননের কাজ সম্পন্ন করা হয়েছে । আরও ২২ টি ডিপ টিউবওয়েলের জন্যে প্রস্তাব পাঠানো হয়েছে । জল জীবন মিশনে পঞ্চায়েত ভিত্তিক সার্ভের কাজ চলছে । প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক জানান , ব্লকে চলতি অর্থবছরে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ৭২ জনকে ১০ টি করে হাঁসের বাচ্চা , ২৩৭ জনকে ১০ টি করে মোরগের বাচ্চা , ১৬ জনকে ২ টি করে ছাগল ও ২৮ জনকে ১ টি করে শূকর প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । পূর্ত দপ্তরের আধিকারিক সভায় ব্লকের বিভিন্ন নতুন রাস্তা তৈরি ও পুরাতন রাস্তা সংস্কারের রিপোর্ট পেশ করেন । সিডিপিও বলেন , এই ব্লকে ১২৯ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে । কেন্দ্রগুলির অবস্থা ও সমস্যা খতিয়ে দেখার জন্য কেন্দ্রগুলি পরিদর্শনের কাজ চলছে । উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের আধিকারিক জানান , চলতি অর্থবছরে ব্লকে ৩ , ১৬৭ টি পরিবারে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় বিভিন্ন অর্থকরী গাছের চারা প্রদান করা হবে । বিদ্যুৎ নিগমের প্রকৌশলী জানান , ব্লকের জন্যে ১৮ টি নতুন ট্রান্সফরমার ক্রয় করা হয়েছে । ইতিমধ্যে ৯ টি স্থাপন করা হয়েছে । সভায় ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জনপ্রতিনিধি ও আধিকারিকদের উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান । সভায় জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ মতবিনিময় করেন ।