Sunday, August 10, 2025
বাড়িখবররাজ্যজলজীবন মিশন খোয়াই জেলায় এখন পর্যন্ত ৩৬,১৭৫ টি পরিবারকে পানীয়জলের সংযোগ

জলজীবন মিশন খোয়াই জেলায় এখন পর্যন্ত ৩৬,১৭৫ টি পরিবারকে পানীয়জলের সংযোগ

খোয়াই জেলায় জলজীবন মিশনে চলতি অর্থবর্ষের ২৬ মে পর্যন্ত মোট ৩৬ হাজার ৯৭৫ টি পরিবারকে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয়জলের সংযোগ প্রদান করা হয়েছে । এই মিশনে কল্যাণপুর ব্লকে ৬ হাজার ৮১ টি , খোয়াই ব্লকে ৭ হাজার ৯৪৬ টি , মুঙ্গিয়াকামী ব্লকে ৩ হাজার ৪১১ টি , পদ্মবিল ব্লকে ৬ হাজার ৫৯৭ টি , তেলিয়ামুড়া ব্লকে ৭ হাজার ২২৯ টি এবং তুলাশিখর ব্লকে ৫ হাজার ৭১১ টি পরিবারকে পরিশ্রুত পানীয়জলের সংযোগ বিনামূল্যে দেওয়া হয়েছে । এছাড়াও এই মিশনে গত অর্থবছরের বরাদ্দ অর্থে পদ্মবিল ব্লকের ১৮ টি ভিলেজে পানীয়জলের উৎস সৃষ্টির জন্য ১৩৫ টি মিনি ডিপটিউবওয়েল খনন করা হয়েছে । তাছাড়া আরও ৫৬ টি মিনি ডিপটিউবওয়েল খননের কাজ চলছে । প্রতিটি মিনি ডিপটিউবয়েল খননের জন্য ব্যয় হয়েছে ৬ লক্ষ টাকা করে । পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য