খোয়াই জেলায় জলজীবন মিশনে চলতি অর্থবর্ষের ২৬ মে পর্যন্ত মোট ৩৬ হাজার ৯৭৫ টি পরিবারকে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয়জলের সংযোগ প্রদান করা হয়েছে । এই মিশনে কল্যাণপুর ব্লকে ৬ হাজার ৮১ টি , খোয়াই ব্লকে ৭ হাজার ৯৪৬ টি , মুঙ্গিয়াকামী ব্লকে ৩ হাজার ৪১১ টি , পদ্মবিল ব্লকে ৬ হাজার ৫৯৭ টি , তেলিয়ামুড়া ব্লকে ৭ হাজার ২২৯ টি এবং তুলাশিখর ব্লকে ৫ হাজার ৭১১ টি পরিবারকে পরিশ্রুত পানীয়জলের সংযোগ বিনামূল্যে দেওয়া হয়েছে । এছাড়াও এই মিশনে গত অর্থবছরের বরাদ্দ অর্থে পদ্মবিল ব্লকের ১৮ টি ভিলেজে পানীয়জলের উৎস সৃষ্টির জন্য ১৩৫ টি মিনি ডিপটিউবওয়েল খনন করা হয়েছে । তাছাড়া আরও ৫৬ টি মিনি ডিপটিউবওয়েল খননের কাজ চলছে । প্রতিটি মিনি ডিপটিউবয়েল খননের জন্য ব্যয় হয়েছে ৬ লক্ষ টাকা করে । পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে ।