ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তা কার্যালয়ের মিলনায়তনে আজ জেলা নির্বাচন আধিকারিক , রিটার্নিং অফিসার এবং সহকারি রিটার্নিং অফিসারদের নিয়ে অনলাইনে ও অফলাইনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । নির্বাচন কমিশনের বিশেষজ্ঞরা অনলাইনে আলোচনায় অংশগ্রহণ করেন । কর্মশালার শুরুতে মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার উপর গুরুত্ব আরোপ করেন । কর্মশালায় বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা , মনোনয়নপত্র পরীক্ষা , মনোনয়নপত্র প্রত্যাহার , প্রার্থীদের রাজনৈতিক প্রতীক চিহ্ন বরাদ্দ , নির্বাচনের সুরক্ষাবলয় তৈরী , ভোটগ্রহণ কর্মী টিম গঠণ সহ ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা , প্রার্থীদের ব্যয় মনিটরিং , নির্বাচনী আচরণ বিধি , পোষ্টাল ব্যালট , ইটিপিবিএস , ইভিএম , ভিভিপ্যাট , ভোট গণনা এবং ফলাফল ঘোষণা সংক্রান্ত নানা বিষয় প্রশিক্ষণ সম্পন্ন হয় । এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে , পশ্চিম ত্রিপুরা জেলা নির্বাচন আধিকারিক দেবপ্রিয় বর্ধন , ধলাই জেলার নির্বাচন আধিকারিক গোভেকার ময়ুর রতিলাল , অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মগ , ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ড . শৈলেশ কুমার যাদব , ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রের রিটার্নিং অফিসার অসীম সাহা , ৪৬ সুরমা ( তপশিলি জাতি ) কেন্দ্রের রিটার্নিং অফিসার অভিজিৎ চক্রবর্তী , ৫৭ যুবরাজনগর কেন্দ্রের রিটার্নিং অফিসার এল দার্লং , এসিস্টেন্ট রিটার্নিং অফিসারগণ এবং অন্যান্য আধিকারিকগণ । উল্লেখ্য , আগামী ২৩ জুন ত্রিপুরার ৪ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ।



