বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কুমারঘাট মহকুমাভিত্তিক জন্মজয়ন্তী অনুষ্ঠান গত ২৬ মে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় । মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় ও ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ফটিকরায়ের নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠানটি করা হয় । অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান , বিধায়ক সুধাংশু দাস , ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস , জিলা পরিষদের সদস্য নীলকান্ত সিনহা , ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস প্রমুখ । অনুষ্ঠানে বিধায়ক সুধাংশু দাস বলেন , নজরুল তাঁর কবিতা , উপন্যাস ও লেখনীর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন । বিধায়ক শ্রীদাস কবি কাজী নজরুল ইসলামের চিন্তাধারাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শুভাশিস সেনগুপ্ত । এই উপলক্ষে নজরুল সংগীত , নৃত্য , আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।



