Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যচন্দ্রনগরে স্যানিটারি ন্যাপকিন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন

চন্দ্রনগরে স্যানিটারি ন্যাপকিন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন

বিশালগড় ব্লকের বিষ্ণুমাতা স্বসহায়ক ভিলেজ ফেডারেশনের মাধ্যমে চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে একটি স্যানিটারি ন্যাপকিন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হয় । ত্রিপুরা লাইভলিহুড মিশনে ৮ লক্ষ টাকা ব্যয়ে এই কেন্দ্রটি গড়ে তোলা হয় । কেন্দ্রটির উদ্বোধন করে সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন , রাজ্যে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পকেন্দ্র গঠনের মধ্য দিয়ে রাজ্যের মহিলা স্বসহায়ক দলগুলিকে আত্মনির্ভর করার লক্ষ্যে সরকার প্রথম থেকেই কাজ করছে । রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হলো মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা । গ্রামীণ মহিলারা আত্মনির্ভর হলে রাজ্যও উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে যাবে । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা বিশ্বশ্রী বি বলেন , জেলার স্বসহায়ক দলগুলি গত ৩-৪ বছরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করেছে । মহিলাদের স্বশক্তিকরণে এই স্বসহায়ক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সামাজিক ন্যায়বিচার স্থায়ী কমিটির সভাপতি শান্তা দাস , অতিরিক্ত জেলাশাসক সৌমিত্র গঙ্গোপাধ্যায় , বিশালগড় ব্লকের বিডিও অমিত কর্মকার , বিশিষ্ট সমাজসেবী সুশান্ত দেব প্রমুখ । অনুষ্ঠানে বিষ্ণুমাতা স্বসহায়ক দল ভিলেজ ফেডারেশন ও দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি মহিলা ক্লাস্টার লেভেল ফেডারেশনের মধ্যে পণ্যের আদান প্রদান নিয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়া ভৌমিক ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য