শিবির শুরু খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে ম্পর্কিত ৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে । শিবির চলবে আগামী ৩১ মে পর্যন্ত । আজ প্রদীপ জ্বালিয়ে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা । উপস্থিত ছিলেন জিলা পরিষদের সহসভাধিপতি হরিশঙ্কর পাল , কল্যাণপুর বিএসির চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা , কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দেবরায় , প্রাক্তন শিক্ষক কানাই শীল প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ । উদ্বোধকের বক্তব্যে সভাধিপতি জয়দেব দেববর্মা বলেন , বিপর্যয় মোকাবিলায় এ ধরনের প্রশিক্ষণ শিবির এনএসএস ও স্কাউড গাইডের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করবে । উপস্থিত অন্যান্য অতিথিগণও বিপর্যয় মোকাবিলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন ।



