খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে খোয়াই জেলাভিত্তিক নজরুল জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় । খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা অনুষ্ঠানের উদ্বোধন করেন । অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান সভাধিপতি জয়দেব দেববর্মা ও অন্যান্য অতিথিগণ । অনুষ্ঠানের উদ্বোধন করে সভাধিপতি শ্রী দেববর্মা বলেন , আমাদের ভাবনায় , মননে ও চিন্তায় নজরুল ইসলাম চির জাগ্রত থাকবেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক সমরেন্দ্র দাস । অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ নজরুল গীতি , নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে ।