প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনায় পশ্চিম ত্রিপুরা জেলায় চলতি অর্থবছরে ৪৬৬ টি পরিবারকে উন্নত প্রথায় মৎস্যচাষে সহায়তা দেওয়া হবে । এই যোজনায় জেলার জিরানীয়া মহকুমার ৭৬ টি , সদর মহকুমার ৬৯ টি ও মোহনপুর মহকুমার ৩২১ টি পরিবার উপকৃত হবে । পশ্চিম জেলা মৎস্য কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।