Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা ধলাই জেলায় ৭৮৪ টি পরিবারকে শূকর পালনে সহায়তা

মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা ধলাই জেলায় ৭৮৪ টি পরিবারকে শূকর পালনে সহায়তা

মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় গত অর্থবছরে ধলাই জেলার ৮ টি ব্লকের ৭৮৪ টি পরিবারকে শূকর পালনে সহায়তা দেওয়া হয়েছে । এই যোজনা রূপায়ণে প্রতিটি সুবিধাভোগী পরিবারপিছু ব্যয় হয়েছে হাজার ৫০০ টাকা । মোট ব্যয় হয়েছে ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা । জেলার দুর্গাচৌমুহনি ব্লকের ১৫৩ টি পরিবার , সালেমা ব্লকের ৯৭ টি পরিবার , আমবাসা ব্লকের ৮৮ টি পরিবার , গঙ্গানগর ব্লকের ৩০ টি পরিবার , ডুম্বুরনগর ব্লকের ১০০ টি পরিবার , রইস্যাবাড়ি ব্লকের ৪৮ টি পরিবার , মনু ব্লকের ১৮৬ টি পরিবার ও ছামন ব্লকের ৮২ টি পরিবার এই যোজনায় উপকৃত হয়েছেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য