মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় গত অর্থবছরে ধলাই জেলার ৮ টি ব্লকের ৭৮৪ টি পরিবারকে শূকর পালনে সহায়তা দেওয়া হয়েছে । এই যোজনা রূপায়ণে প্রতিটি সুবিধাভোগী পরিবারপিছু ব্যয় হয়েছে হাজার ৫০০ টাকা । মোট ব্যয় হয়েছে ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা । জেলার দুর্গাচৌমুহনি ব্লকের ১৫৩ টি পরিবার , সালেমা ব্লকের ৯৭ টি পরিবার , আমবাসা ব্লকের ৮৮ টি পরিবার , গঙ্গানগর ব্লকের ৩০ টি পরিবার , ডুম্বুরনগর ব্লকের ১০০ টি পরিবার , রইস্যাবাড়ি ব্লকের ৪৮ টি পরিবার , মনু ব্লকের ১৮৬ টি পরিবার ও ছামন ব্লকের ৮২ টি পরিবার এই যোজনায় উপকৃত হয়েছেন ।



