খোয়াই জেলা গ্রন্থাগারে গত ২২ মে যথাযোগ্য মর্যাদায় রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মবার্ষিকী পালন করা হয় । একই সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনের ৭৫ তম বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হয় । অনুষ্ঠানে খোয়াই জেলা গ্রন্থাগারের গ্রন্থাগারিক জহর লাল দাস , গ্রন্থাগারের কর্মীসহ পাঠকগণ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বীর শহিদদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন । অনুষ্ঠানে রাজা রামমোহন রায়ের কর্মজীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন খোয়াই জেলা গ্রন্থাগারের গ্রন্থাগারিক জহর লাল দাস ।



