পুরাতন আগরতলা ব্লকের পশ্চিম চাম্পামুড়া গ্রামপঞ্চায়েতে গত অর্থবছরে এমজিএন রেগায় ১৪ হাজার ৪১৮ শ্রমদিবস সৃষ্টি হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ২৮ লক্ষ ৪৬১ টাকা । রূপায়িত হয়েছে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি । তাছাড়া স্বচ্ছভারত মিশন – গ্রামীণ প্রকল্পে গত অর্থবছরে গ্রামপঞ্চায়েতের ৮ টি পরিবারকে বিজ্ঞানসম্মত শৌচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ৯৬ হাজার টাকা । মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় বিভিন্ন প্রকল্পে এই গ্রামপঞ্চায়েতে ১১৭ টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে । পঞ্চদশ অর্থ কমিশনের অর্থানুকুল্যে গত অর্থবছরে ৭০ মিটার রাস্তা সংস্কার করা হয়েছে । এতে ব্যয় হয়েছে ৮১ হাজার ৬৬৬ টাকা । তাছাড়া ৫১ মিটার পাকা ড্রেইন নির্মাণ করা হয় । ব্যয় হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ২১৩ টাকা । তাছাড়া গ্রামপঞ্চায়েতের ফিল্টার ওয়াটার ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে ২ টি । এতে ব্যয় হয়েছে ৩ লক্ষ ৪৮ হাজার ১৩৮ টাকা । পশ্চিম চাম্পামুড়া গ্রামপঞ্চায়েত কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



