Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যসিপাহীজলা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভা

সিপাহীজলা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভা

সিপাহীজলা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির এক সভা গত ২১ মে অনুষ্ঠিত হয় । বিশ্রামগঞ্জস্থিত জিলা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা । সভায় উপস্থিত ছিলেন জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত , স্থায়ী কমিটির সদস্য ও সদস্যাগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ । সভায় মৎস্য দপ্তরের প্রতিনিধি জানান , জেলায় চলতি অর্থবছরে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ৮ হাজার ১৭৫ টি পরিবারকে মৎস্য চাষে সহায়তা দেওয়া হবে । এজন্য ব্যয় হবে ৬৭ লক্ষ ৩৫ হাজার টাকা । জেলায় গত অর্থবছরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ৭৩ জন মৎস্যচাষীকে জলাশয় সৃষ্টি করে দেওয়া হয়েছে । এতে ১৯ হেক্টর জলাশয় মৎস্য চাষের আওতায় এসেছে । তাছাড়া জেলায় গত অর্থবছরে ৬ জন মৎস্যচাষীকে বায়োফ্লক পদ্ধতিতে মৎস্যচাষে সহায়তা দেওয়া হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ৫ লক্ষ ৮১ হাজার টাকা । সভায় কৃষি দপ্তরের প্রতিনিধি জানান , জেলায় এখন পর্যন্ত ১৬ হাজার ৬৪৫ জনকে কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে । তাছাড়া আরও ১১ হাজার ১২১ জন কৃষককে চলতি অর্থবছরে কিষান ক্রেডিট কার্ড দেওয়া হবে । জেলায় আমন ধান চাষের জন্য কৃষকদের মধ্যে ২০০ মেট্রিকটন বীজ সহায়ক মূল্যে বিতরণ করা হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য