পশ্চিম ত্রিপুরা জেলায় গত অর্থবছরে ২৬ হেক্টর জমি বাঁশ চাষের আওতায় আনা হয়েছে । ব্যাম্বু মিশনে এই কর্মসূচি রূপায়ণে ব্যয় হয়েছে ১১ লক্ষ ৭১ হাজার ১৫০ টাকা । এই কর্মসূচিতে জেলার মোহনপুর কৃষি মহকুমায় ৮ হেক্টর , জিরানীয়া কৃষি মহকুমায় ৮ হেক্টর , মান্দাই কৃষি মহকুমায় ২ হেক্টর , হেজামারা কৃষি মহকুমায় ৫ হেক্টর ও ডুকলি কৃষি মহকুমায় ৩ হেক্টর জমি বাঁশ চাষের আওতায় এসেছে । পশ্চিম জেলা উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে



