পানীয়জলের উৎস সৃষ্টিতে অম্পি ব্লকে ৯ টি গভীর নলকূপ খননের কাজ চলছে । ইতিমধ্যে পশ্চিম তৈছলং ভিলেজের তৈদু খামারে ও উত্তর ছনগঙ ভিলেজের জেলংবাড়িতে ১ টি করে গভীর নলকূপ খননের কাজ শেষ হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ১ কোটি ১০ লক্ষ টাকা । তাছাড়াও ব্লকের বৈশ্যমনি , ছেঁছুয়া , দক্ষিণ ছনগঙ , মেলছি , পশ্চিম তৈছলং , সোনাছড়া এবং হরিপুর ভিলেজে আরও ৭ টি গভীর নলকূপ খননের কাজ চলছে । প্রতিটি গভীর নলকূপ খননে ব্যয় হবে ৬০ লক্ষ টাকা করে । পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের অম্পিনগরের সহকারি বাস্তুকার দিব্যসাধন জমাতিয়া এই সংবাদ জানিয়েছেন



