জলজীবন মিশনে রাজ্যে এখন পর্যন্ত ৩ লক্ষ ৮৪ হাজার ৫৮২ টি বাড়িতে বিনামূল্যে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে । উল্লেখ্য , গত ১ মে থেকে ১৬ মে পর্যন্ত ১ হাজার ৩৭ টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে । এরমধ্যে উত্তর ত্রিপুরা জেলায় ১ টি , ঊনকোটি জেলায় ১০০ টি , ধলাই জেলায় ৫৪ টি , খোয়াই জেলায় ১০৪ টি , পশ্চিম ত্রিপুরা জেলায় ৩৯১ টি , সিপাহীজলা জেলায় ৮৫ টি , গোমতী জেলায় ২০৫ টি ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ৯৭ টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে । পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নোডাল অফিসার এই সংবাদ জানিয়েছেন ।



