ধলাই জেলায় হোম বেসড নিউ বর্ন কেয়ার কর্মসূচীতে নবজাত শিশুদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে । এই কর্মসূচিতে বাড়িতে প্রসব হলে শিশুর জন্মের পর প্রথম দিন থেকে ৭ বার ও হাসপাতালে শিশু প্রসব হলে শিশুর জন্মের পর ৬ বার পরিষেবা দেওয়া হয় । এই সময়ে আশাকর্মীগণ বাড়ি বাড়ি গিয়ে শিশুদের পর্যবেক্ষন করেন । গত ১৯ মে এই কর্মসূচিতে ধলাই জেলার মাছলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন চাকমাপাড়া ও ৯০ কানি পাড়ায় আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুর ওজন ও তাপমাত্রা পরিমাপ করেন ও মায়েদের পুষ্টিগত বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন । জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



