প্রাণীসম্পদ বিকাশ দপ্তর থেকে রাজ্য পরিকল্পনায় বিশালগড় ব্লকে ৩৫ টি পরিবারকে ছাগল পালনে সহায়তা দেওয়া হয়েছে । সুবিধাভোগী পরিবারগুলিকে ১১ টি ছাগল সহ অন্যান্য সহায়ক সামগ্রী দেওয়া হয় । ব্লকের রাউথখলা , ভাটিরলামা , কৈয়াঢেপা , রাধানগর ও দেবীপুর গ্রামপঞ্চায়েতে এই কর্মসূচি রূপায়িত হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ৬২ হাজার ৯০০ টাকা । তাছাড়াও সিপাহীজলা জিলা পরিষদের পঞ্চায়েত উন্নয়ন তহবিলে ব্লকের আরও ৩৫ টি পরিবারকে ছাগল পালনে সহায়তা দেওয়া হয়েছে ।



