পশ্চিম ত্রিপুরা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে তেলিয়ামুড়া ব্লকে গতকাল ব্লকভিত্তিক এক শিবির অনুষ্ঠিত হয় । শিবিরে ব্লক এলাকার দিব্যাঙ্গজনদের মধ্যে সার্টিফিকেট ও সহায়ক যন্ত্র বিতরণ করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায় , তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায় , ভাইস চেয়ারম্যান অপু গোপ , খোয়াই জিলা পরিষদের সদস্য শেখর দাস , তেলিয়ামুড়া ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস , বিশেষঞ্জ চিকিৎসক ডা . দ্বৈপায়ন সরকার প্রমুখ । অনুষ্ঠানে মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন , প্রধানমন্ত্রী দিব্যাঙ্গজনদের সহায়তার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন । দিব্যাঙ্গজনরা যাতে কোনভাবে পিছিয়ে না পরে ও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যেই কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে । শিবিরে ৮৯ জন দিব্যাঙ্গজনকে সার্টিফিকেট এবং ৫ জনকে হুইলচেয়ার ও ওয়াকিং স্টিক দেওয়া হয় ।



