Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যঊনকোটি জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভা

ঊনকোটি জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভা

ঊনকোটি জিলা পরিষদের কনফারেন্স হলে গত ১৮ মে জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি সুখেন্দু দাস । সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস , সহকারি সভাধিপতি শ্যামল দাস , কমিটির অন্যান্য সদস্য ও সদস্যাগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ । সভায় কৃষি দপ্তরের সহ অধিকর্তা অনিরুদ্ধ ভট্টাচার্য জানান , প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে জেলার ১৫ , ১৫৪ জন কৃষক উপকৃত হচ্ছেন । জিলা পরিষদের ফান্ড থেকে ভর্তুর্কীতে কৃষকদের ৬৫ টি পাম্পসেট দেওয়া হয়েছে । উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের প্রতিনিধি জানান , মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ২০২১২২ অর্থবছরে ১২,৮২৩ টি পরিবারের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা প্রদান করা হয়েছে । জেলার প্রতিটি ব্লকে ২ টি করে মোট ৮ টি পুকুর খনন করা হয়েছে । প্রতিটি পুকুর খননে ব্যয় হয়েছে ৯০,০০০ টাকা । জেলায় ১০ টি ভার্মি কম্পোস্ট বেড তৈরি করা হয়েছে । জেলায় কৃষকদের মধ্যে ৫৫ হাজার কেজি আলু বীজ বিতরণ করা হয়েছে । প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উপঅধিকর্তা ডা . সমীরণ সিনহা জানান , জেলায় মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ৩২৫ টি শূকর , ১৭৮ টি ছাগল বিতরণ করা হয়েছে । মৎস্য দপ্তরের উপঅধিকর্তা জানান , জেলায় ৩০ জন মৎস্য মিত্র নিয়োগ করে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে । এছাড়াও জেলায় মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ৫,০৭৭ টি মৎস্যচাষী পরিবারকে ৫০০ টি করে মাছের পোনা দেওয়া হয়েছে । এতে ব্যয় হয়েছে ৪ লক্ষ ৮৪ হাজার টাকা । সভায় জলসম্পদ দপ্তরের আধিকারিক জানান , পেঁচারথল ব্লকে নতুন ৩ টি ডিপটিউবওয়েল খনন করা হবে । সভায় সিদ্ধান্ত হয় , উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে জিলা পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণের একটি যৌথ টিম বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য