এ.ডি.সি প্রশাসনের ক্ষমতায় থাকা তিপ্রা মাথা নামক আঞ্চলিক দল পাহাড়ে বসবাসকারী জনজাতি অংশের মানুষজনদের জীবনযাত্রার মান উন্নয়নের ঢাক পেটালেও প্রত্যন্ত এলাকা গুলিতে উন্নয়নের বেলুন চুপসে গেছে। শহরের মতো অধুনা উন্নয়নের ছোঁয়া না পেয়ে প্রত্যন্ত এলাকার অধিবাসীরা এ.ডি.সি প্রশাসনের প্রতি তিতিবিরক্ত। এবার অনুন্নয়নের ছায়া প্রত্যক্ষ করা গেল মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনে নুনাছড়া এ.ডি.সি ভিলেজের কর্ণ রামপাড়া এলাকায়। বসবাসকারী জনজাতি অংশের মানুষজনদের জুম চাষের পাশাপাশি বনাঞ্চলের গুল্ম জাতীয় বন্য সব্জি বিক্রি করেই রুটি-রুজির সন্ধান করতে হয়। কথা হচ্ছিল নুনাছড়া এ.ডি.সি ভিলেজের কর্ণ রামপাড়া এলাকার গিরিবাসীদের সঙ্গে। জানা গেছে, এলাকায় ৪৫ টি পরিবারের বসবাস হলেও সরকারি ঘর ভাগ্যে জুটেছে হাতেগোনা কয়েকটি পরিবারের মধ্যে। বাকি অধিকাংশ পরিবারগুলো সরকারি এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। উপরন্ত, এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল তাদের কাছে যেন এই সমস্যাটি বিভীষিকাময়ের মতো। এডিসি নির্বাচনের প্রাক্কালে উপজাতি এলাকা সহজ-সরল গিরিবাসীদের সামনে অধুনা মিথ্যার ডালি নিয়ে কেবল আশ্বাস দিয়ে যায়। আর স্ব-শাসিত জেলা পরিষদ ভোট পর্ব সাঙ্গ হতেই মিথ্যের পাখি ফুড়ুৎ। নাম না করে এমনটাই হাব-ভাব করে বোঝালেন কর্ণরাম পাড়ার গিরি বাসীরা। ওইসব বঞ্চিত হতদরিদ্র পরিবারের মানুষজনেরা এবার রাজ্য প্রশাসনের সহায়তায় এলাকায় উন্নয়ন চাইছে।
তাদের দাবি বিদ্যুৎ, পানীয় জল এবং রাস্তাঘাট এসব সমস্যা গুলো যাতে দ্রুত নিরসন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন রাজ্য প্রশাসন।।



