পদ্মবিল ব্লকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় চলতি অর্থবছরে ৮০৮ টি পরিবারকে মৎস্য চাষে সহায়তা দেওয়া হয়েছে । সুবিধাভোগী পরিবারগুলিকে ৫০০ টি করে মাছের পোনা সহ মাছ চাষে সহায়ক সামগ্রী দেওয়া হয় । এই কর্মসূচি রূপায়ণে ব্যয় হয়েছে ৬ লক্ষ ৪৮ হাজার ১৬০ টাকা । উল্লেখ্য , গত অর্থবছরে ব্লকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ৯২০ জনকে মৎস্য চাষে সহায়তা দেওয়া হয়েছে ।



