Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যব্লকের দক্ষিণ তারানগর গ্রামপঞ্চায়েতে ২৮,২৬২ শ্রমদিবসের সৃষ্টি হয়েছে

ব্লকের দক্ষিণ তারানগর গ্রামপঞ্চায়েতে ২৮,২৬২ শ্রমদিবসের সৃষ্টি হয়েছে

এমজিএন রেগায় দক্ষিণ তারানগর গ্রামপঞ্চায়েতে ২৮,২৬২ শ্রমদিবস সৃষ্টি এমজিএন রেগায় গত অর্থবছরে মোহনপুর । বিভিন্ন কর্মসূচি রূপায়ণে ব্যয় হয়েছে ৪৬ লক্ষ ৫০ হাজার ৯৫৫ টাকা । রূপায়িত কর্মসূচির মধ্যে রয়েছে নতুন কাচা রাস্তা নির্মাণ , রাস্তা সংস্কার , জমিসমতল করণ , জলাশয় সৃষ্টি ও জল সেচের উৎস নির্মাণ । তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে পঞ্চায়েতে গত অর্থবছরে ১৫৪ টি পরিবারকে পাকা গৃহ নির্মাণের মঞ্জুরী দেওয়া হয়েছে । ইতিমধ্যে ৩৪ টি গৃহ নির্মাণের কাজ শেষ হয়েছে । দক্ষিণ তারানগর পঞ্চায়েত কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য