এমজিএন রেগায় দক্ষিণ তারানগর গ্রামপঞ্চায়েতে ২৮,২৬২ শ্রমদিবস সৃষ্টি এমজিএন রেগায় গত অর্থবছরে মোহনপুর । বিভিন্ন কর্মসূচি রূপায়ণে ব্যয় হয়েছে ৪৬ লক্ষ ৫০ হাজার ৯৫৫ টাকা । রূপায়িত কর্মসূচির মধ্যে রয়েছে নতুন কাচা রাস্তা নির্মাণ , রাস্তা সংস্কার , জমিসমতল করণ , জলাশয় সৃষ্টি ও জল সেচের উৎস নির্মাণ । তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে পঞ্চায়েতে গত অর্থবছরে ১৫৪ টি পরিবারকে পাকা গৃহ নির্মাণের মঞ্জুরী দেওয়া হয়েছে । ইতিমধ্যে ৩৪ টি গৃহ নির্মাণের কাজ শেষ হয়েছে । দক্ষিণ তারানগর পঞ্চায়েত কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



