আগরতলা আদালত চত্বরে আগামীকাল জাতীয় লোক আদালত , ২০২২ অনুষ্ঠিত হবে । আদালতের কাজ শুরু হবে সকাল ১০ টায় । পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ১০ টি লোক আদালত / বেঞ্চ – এ ১৭০২ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে । আদালতের কাজ চলবে বিকাল ৬ টা পর্যন্ত ।



