Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যউন্নয়ন কর্মসূচির সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলেন জনজাতি কল্যাণ মন্ত্রী

উন্নয়ন কর্মসূচির সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলেন জনজাতি কল্যাণ মন্ত্রী

রাজ্যের মানুষের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে । এসমস্ত কর্মসূচি রূপায়ণে বিভিন্ন দপ্তরকে সমন্বয় রেখে কাজ করতে হবে । খোয়াই জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স হলে এক সভায় জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া একথা বলেন । সভায় খোয়াই জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করে তিনি বলেন , কেন্দ্র এবং রাজ্যের বর্তমান সরকার মানুষের কল্যাণে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে । এগুলির সুফল যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে । বৈঠকে জানানো হয়েছে ২০২১-২২ অর্থবছরে জেলার ৬ টি ব্লক এলাকায় এমজিএন রেগা প্রকল্পে ৪৫ লক্ষ ৭ হাজার ৮১৫ শ্রমদিবসের কাজ সৃষ্টি হয়েছে । প্রধানমন্ত্রী আবাস যোজনা ( গ্রামীণ ) -য় ১৬ হাজার ৪১৮ টি পরিবারকে ঘর নির্মাণের জন্য প্রথম কিস্তি , ১০ হাজার ২৩৫ টি পরিবারকে দ্বিতীয় কিস্তি এবং ২৫০ টি পরিবারকে তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে । সভায় পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত জেলার অন্তর্গত কল্যাণপুর ব্লক এলাকায় ৬,০৮ ১ টি , খোয়াই ব্লক এলাকায় ৭,৯৪৬ টি , মুঙ্গিয়াকামী ব্লক এলাকায় ৩,৩৪৯ টি , পদ্মবিল ব্লক এলাকায় ৬,৫৯৬ টি , তেলিয়ামুড়া ব্লক এলাকায় ৭,২০০ টি এবং তুলাশিখর ব্লক এলাকায় ৫,৬৩৬ টি পরিবারকে জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে পানীয়জলের সংযোগ প্রদান করা হয়েছে । কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে জেলার খোয়াই , তুলশিখর , পদ্মবিল , কল্যাণপুর এবং তেলিয়ামুড়া কৃষি মহকুমার ৩১,৭৪৮ জন কৃষককে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে । গত আমন মরশুমে জেলার মোট ১,০৪৬ জন কৃষকের কাছ থেকে ১৮০৭.৫১ এমটি ধান সহায়ক মূল্যে ক্রয় করা হয়েছে । সভায় বিদ্যুৎ দপ্তর থেকে জানানো হয়েছে জেলার মোট ১৮ , ৪২৭ টি পরিবারকে সৌভাগ্য যোজনায় বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে । জেলা শ্রম কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে খোয়াই জেলায় নথিভুক্ত নির্মাণ শ্রমিক পরিবারের ১,১৯৮ জন ছাত্রছাত্রীকে পড়াশুনার জন্য ৪০ লক্ষ ৬৭ হাজার টাকা সহায়তা করা হয়েছে । নির্মাণ শ্রমিক পরিবারের ৩৪ জন মেয়ের বিয়ের জন্য ৩ লক্ষ ৪০ হাজার টাকা সহায়তা করা হয়েছে । সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক এল টি ডার্লং , অতিরিক্ত জেলাশাসক সুশান্ত কুমার সরকার , তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক মহম্মদ সাজ্জাদ পি , খোয়াই মহকুমার মহকুমা শাসক অসিত কুমার দাস , তেলিয়ামুড়া , কল্যাণপুর , মুঙ্গিয়াকামী , খোয়াই , পদ্মবিল , তুলাশিখর ব্লকের বিডিওগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য