রাজ্যের মানুষের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে । এসমস্ত কর্মসূচি রূপায়ণে বিভিন্ন দপ্তরকে সমন্বয় রেখে কাজ করতে হবে । খোয়াই জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স হলে এক সভায় জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া একথা বলেন । সভায় খোয়াই জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করে তিনি বলেন , কেন্দ্র এবং রাজ্যের বর্তমান সরকার মানুষের কল্যাণে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে । এগুলির সুফল যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে । বৈঠকে জানানো হয়েছে ২০২১-২২ অর্থবছরে জেলার ৬ টি ব্লক এলাকায় এমজিএন রেগা প্রকল্পে ৪৫ লক্ষ ৭ হাজার ৮১৫ শ্রমদিবসের কাজ সৃষ্টি হয়েছে । প্রধানমন্ত্রী আবাস যোজনা ( গ্রামীণ ) -য় ১৬ হাজার ৪১৮ টি পরিবারকে ঘর নির্মাণের জন্য প্রথম কিস্তি , ১০ হাজার ২৩৫ টি পরিবারকে দ্বিতীয় কিস্তি এবং ২৫০ টি পরিবারকে তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে । সভায় পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত জেলার অন্তর্গত কল্যাণপুর ব্লক এলাকায় ৬,০৮ ১ টি , খোয়াই ব্লক এলাকায় ৭,৯৪৬ টি , মুঙ্গিয়াকামী ব্লক এলাকায় ৩,৩৪৯ টি , পদ্মবিল ব্লক এলাকায় ৬,৫৯৬ টি , তেলিয়ামুড়া ব্লক এলাকায় ৭,২০০ টি এবং তুলাশিখর ব্লক এলাকায় ৫,৬৩৬ টি পরিবারকে জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে পানীয়জলের সংযোগ প্রদান করা হয়েছে । কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে জেলার খোয়াই , তুলশিখর , পদ্মবিল , কল্যাণপুর এবং তেলিয়ামুড়া কৃষি মহকুমার ৩১,৭৪৮ জন কৃষককে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে । গত আমন মরশুমে জেলার মোট ১,০৪৬ জন কৃষকের কাছ থেকে ১৮০৭.৫১ এমটি ধান সহায়ক মূল্যে ক্রয় করা হয়েছে । সভায় বিদ্যুৎ দপ্তর থেকে জানানো হয়েছে জেলার মোট ১৮ , ৪২৭ টি পরিবারকে সৌভাগ্য যোজনায় বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে । জেলা শ্রম কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে খোয়াই জেলায় নথিভুক্ত নির্মাণ শ্রমিক পরিবারের ১,১৯৮ জন ছাত্রছাত্রীকে পড়াশুনার জন্য ৪০ লক্ষ ৬৭ হাজার টাকা সহায়তা করা হয়েছে । নির্মাণ শ্রমিক পরিবারের ৩৪ জন মেয়ের বিয়ের জন্য ৩ লক্ষ ৪০ হাজার টাকা সহায়তা করা হয়েছে । সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক এল টি ডার্লং , অতিরিক্ত জেলাশাসক সুশান্ত কুমার সরকার , তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক মহম্মদ সাজ্জাদ পি , খোয়াই মহকুমার মহকুমা শাসক অসিত কুমার দাস , তেলিয়ামুড়া , কল্যাণপুর , মুঙ্গিয়াকামী , খোয়াই , পদ্মবিল , তুলাশিখর ব্লকের বিডিওগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ।



