চিকিৎসক ও নার্সদের ভাল ব্যবহারের ফলে রোগীদের মনোবল অনেক গুণ বেড়ে যায় । রোগী দ্রুত সুস্থ হয়ে উঠার ক্ষেত্রে তা বড় ভূমিকা নেয় । রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে ‘ সেবাজ্যোতি -2022 ‘ অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন । মুখ্যমন্ত্রী বলেন , রোগীদের সঙ্গে ভালো ব্যবহারের পাশাপাশি ধৈর্য সহ চিকিৎসা পরিষেবা প্রদান করাই হলো নার্সদের মূল ধর্ম । তাই নার্সিং পেশার সঙ্গে যুক্ত সব সেবিকাদের মধ্যে সুন্দর ব্যবহার করার গুণ , মধুর বাচন শৈলীর পাশাপাশি উপস্থিত বুদ্ধি থাকা খুবই প্রয়োজন । তবেই রোগীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে এবং চিকিৎসা প্রদানে সহায়ক হবে । অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন । মুখ্যমন্ত্রী উদ্বোধকের ভাষণে বলেন , মানুষ সাধারণত অসুস্থ হলেই হাসপাতালে আসেন । তখন তাদের হাসিমুখে সুন্দর ব্যবহারের মাধ্যমে গ্রহণ করে ধৈর্য সহকারে চিকিৎসা প্রদান করাই চিকিৎসক সহ নার্সদের প্রধান কর্তব্য । মুখ্যমন্ত্রী বলেন , একটি রাজ্যের উন্নয়নের অন্যতম মাপকাঠি হল শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন । রাজ্য সরকার শুরু থেকে রাজ্যের জনগণকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে । বর্তমানে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ব্যাপক উন্নয়নের ফলেই রাজ্য থেকে বহির্রাজ্যে রেফার করা রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে । রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতেই এখন ওপেন হার্ট সার্জারি , বাইপাস সার্জারি , অ্যাঞ্জিওপ্লাস্ট , নিউরো সার্জারির মতো জটিল রোগের চিকিৎসা প্রদান করা সম্ভব হচ্ছে । মুখ্যমন্ত্রী বলেন , স্বাস্থ্য পরিষেবা প্রদানে মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে কর্মপদ্ধতি , কর্মনিষ্ঠা , কর্তব্যপরায়ণতার আদর্শ রেখে গেছেন তা নার্সদের নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে । তবেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল সর্বদা আমাদের মনের মধ্যে জীবিত থাকবেন । মুখ্যমন্ত্রী বলেন , ত্রিপুরাকে একটি আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তুলতে হলে রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণ করে তুলতে হবে । রাজ্য সরকার মহিলা স্বশক্তিকরণে একটি পরিকল্পনা তৈরি করে তা রূপায়ণের লক্ষ্যে কাজ করছে । এই পলিসিতে সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পাশাপাশি মহিলাদের চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল , কর্মরত মহিলাদের জন্য হোস্টেল নির্মাণ , মহিলাদের নামে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রাজস্বের ছাড় সহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে । ২ – এর পাতায় মুখ্যমন্ত্রী বলেন , রাজ্যের মহিলারা নিজেদের স্বরোজগারী করার লক্ষ্যে স্বসহায়ক দলে যুক্ত রয়েছেন । বর্তমানে রাজ্যে প্রায় ৩ লক্ষ ২৫ হাজারের মতো মহিলা বিভিন্ন স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত । শুধু তাই নয় মহিলাদের অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করার জন্য প্রায় ৪০০ নতুন রেশন শপ মহিলাদের নামে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । ইতিমধ্যেই ১৫০ টির মতো রেশন শপ মহিলাদের নামে দেওয়া হয়েছে । রাজ্যে আগে কখনও মহিলাদের নামে রেশন শপ প্রদানের উদাহরণ নেই । মুখ্যমন্ত্রী বলেন , সুন্দর ব্যবহার ও কর্মনিষ্ঠা এবং কাজের প্রতি বিশ্বাস মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করে । আর এই ইতিবাচক মনোভাবই মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে । স্বাস্থ্য পরিষেবা প্রদানে নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীদের ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী । অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্যসভার সাংসদ ডা . মানিক সাহা বলেন , নার্সিং স্টাফ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সহায়তা ছাড়া একা চিকিৎসকদের পক্ষে চিকিৎসা পরিষেবা প্রদান করা অসম্ভব । তাদের সকলের সম্মিলিত প্রয়াসের ফলেই রাজ্যে কোভিড পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে । নার্সরা দিনরাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন । কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে অনেক নার্স তাদের জীবন বলিদান দিয়েছিলেন । তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানান সাংসদ । অনুষ্ঠানে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন পেশ করেন রেজিস্ট্রার রেবেকা দার্লং । অনুষ্ঠান মঞ্চে নার্সিংয়ের ক্ষেত্রে একটি অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ।



