Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যখোয়াই আদালতে প্রেরণ করা হল অনুপ সূত্রধর খুন মামলায় জড়িত পরিতোষ সূত্রধরকে

খোয়াই আদালতে প্রেরণ করা হল অনুপ সূত্রধর খুন মামলায় জড়িত পরিতোষ সূত্রধরকে

তেলিয়ামুড়া থানাধীন ডি.এম এলাকায় পরিকল্পিত ভাবে অনুপ সূত্রধর খুন হওয়া সাথে জড়িত পরিতোষ সূত্রধর কে আগরতলা জিবি হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর তেলিয়ামুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবার খোয়াই আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য থাকে, বাড়ি থেকে ফোন করে ডেকে এনে খুন করা হয়েছিল অনুপ সূত্রধর নামের এক যুবক’কে। তেলিয়ামুড়া থানা এলাকার ডি.এম কলোনি এলাকার বাসিন্দা মৃত অনুপ সূত্রধরের পরিবারের পক্ষ থেকে প্রশান্ত সূত্রধর, প্রসেনজিৎ সরকার, গৌতম সরকার, রতন সরকার, পরিতোষ সূত্রধর সহ প্রীতম সূত্রধর এদের নামে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত মামলা দায়ের করেন। তেলিয়ামুড়া থানার পুলিশ খুনের সাথে জড়িত থাকার সন্দেহে বাকিদের গ্রেফতার করতে সক্ষম হলেও পরিতোষ সূত্রধর কে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার ভয়ে গত শনিবার সন্ধ্যা রাতে এই খুনের ঘটনায় জড়িত পরিতোষ সূত্রধর তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর ব্রিজ থেকে মরণঝাঁপ দিয়েছিল নদীতে। তেলিয়ামুড়া দমকল কর্মীরা গুরুতর আহত অবস্থায় খোয়াই নদীর জল থেকে পরিতোষ সূত্রধর -কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং পরবর্তীতে তার অবস্থা গুরুতর হওয়াতে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করা হয়। দীর্ঘ কয়েক দিন চিকিৎসার পর পরিতোষ সুস্থ হলে তেলিয়ামুড়া থানার পুলিশ জিবি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানার পুলিশ অনুপ সূত্রধর খুনের অভিযোগে আদালত প্রেরণ করে তাকে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য