Friday, January 23, 2026
বাড়িখবররাজ্যউদ্ধার গাঁজা, আটক লড়ির চালক সহ-চালক

উদ্ধার গাঁজা, আটক লড়ির চালক সহ-চালক

অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে আটক বিপুল পরিমাণে গাঁজা সহ একটি লরি, সেই সঙ্গে আটক লরির চালক এবং সহ-চালক। ঘটনা তেলিয়ামুড়া থানার সম্মুখে বুধবার শেষ রাতে। ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, তেলিয়ামুড়া থানার পুলিশ প্রতিদিনের ন্যায় বুধবার ও ভ্যাহিকেল চেকিং-এ বসে। ভ্যাহিকেল চেকিং-এ বসে আগরতলার দিক থেকে বহিঃরাজ্য গামী একটি লরি সন্দেহবশত আটক করে,যার নম্বর MP,09,GH,3492। পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রথমবস্থায় কিছু না পেলেও গাড়ির উভয়পাশে তেলের ট্যাংকার দেখে সন্দেহ হয় পুলিশের। আর তখনি ভালোভাবে তল্লাশি চালিয়ে গাড়িতে বানানো আলাদা একটি তেলের ট্যাংকারের ভেতর থেকে উদ্ধার হয় ৭৫ টি প্যাকেটে প্রায় ৮২কেজি ৭০০গ্ৰাম শুকনো গাঁজা। সেই সঙ্গে আটক করা হয় গাড়ির চালক ফিরোজ খান এবং সহ-চালক মাঝার খান’কে। তেলিয়ামুড়া থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে গাঁজা গুলো পাচারের উদ্দেশ্যে বহিঃ রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ধৃতদের আটক করে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য