সৃষ্টি লংতরাইভ্যালি মহকুমার মনু ও ছামনু ব্লকে চলতি অর্থবছরে এমজিএন রেগায় ১৫ হাজার ৭২ ১ শ্রমদিবস সৃষ্টি হয়েছে । এই কর্মসূচিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণে ব্যয় হয়েছে ৩৩ লক্ষ ৩২ হাজার ৮৫২ টাকা । মহকুমার মনু ব্লকে ১৫ হাজার ১৮১ শ্রমদিবসের কাজ হয়েছে । ছামনু ব্লকে ৫৪০ শ্রমদিবসের কাজ হয়েছে । ধলাই জেলাশাসক ও সমাহর্তার কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



