সৌভাগ্য যোজনায় গত চার অর্থবছরে ধলাই জেলার ৮ টি ব্লকে এখন পর্যন্ত ২৭ হাজার ৫১৯ টি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে । এই যোজনায় আমবাসা ব্লকে ৩ হাজার ৪৪৪ টি , গঙ্গানগর ব্লকে ১ হাজার ২৯৭ টি , ডুম্বুরনগর ব্লকে ৪ হাজার ৬৭১ টি , রইস্যাবাড়ি ব্লকে ২ হাজার ৮১৩ টি , সালেমা ব্লকে ২ হাজার ১৩৯ টি , দুর্গা চৌমুহনী ব্লকে ৩ হাজার ৭১২ টি , মনু ব্লকে ৫ হাজার ৪৮৪ টি এবং ছামনু ব্লকে ৩ হাজার ৯৫৯ টি পরিবারকে বিনামূল্যে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে । বিদ্যুৎ নিগমের ধলাই জেলা কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



