Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যতেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি ও বিএসি’র যৌথ সাধারণ সভা

তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি ও বিএসি’র যৌথ সাধারণ সভা

তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির সভাগৃহে সম্প্রতি তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি ও বিএসি’র যৌথ সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী রায় , তেলিয়ামুড়া বি সি’র চেয়ারম্যান পদ্ম কুমারী রাঙ্খল , তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস – চেয়ারম্যান অপু গোপ , খোয়াই জিলা পরিষদের সদস্য শেখর দত্ত , সাবিত্রী বিশ্বাস , তেলিয়ামুড়া ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ । সভায় তেলিয়ামুড়া ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস গত অর্থবছরে তেলিয়ামুড়া ব্লকে এমজিএন রেগা , প্রধানমন্ত্রী আবাস যোজনা ( গ্রামীণ ) ও আইএইচএইচএল প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন । সভায় বন , মৎস্য , কৃষি ও কৃষক কল্যাণ , বিদ্যালয় শিক্ষা প্রভৃতি দপ্তরের আধিকারিকগণও গত অর্থবছরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের তথ্য আলোচনায় তুলে ধরেন । সভায় মুখ্য সচেতক কল্যাণী রায় ব্লক উন্নয়নের কাজ ত্বরান্বিত করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান । সভায় সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায় । সভায় বিভিন্ন সরকারী প্রকল্প বাস্তবায়নের নিরিখে গামাইবাড়ী , রূপাছড়া ও চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য