মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় গত অর্থ বছরে রাজ্যের ৮ জেলার ২৮,৪৭৭ টি পরিবারকে প্রাণী পালনে সহায়তা দেওয়া হয়েছে । এরমধ্যে ১৬,৩০২ টি পরিবারকে মোরগ পালনে , ৩,৯৪৫ টি পরিবারকে হাঁস পালনে , ৬,৪৮৯ টি পরিবারকে শূকর পালনে এবং ২,৭৪৩ টি পরিবারকে ছাগল পালনে সহায়তা দেওয়া হয় । এই যোজনায় পশ্চিম ত্রিপুরা জেলায় ৪,০৯৫ টি , সিপাহীজলা জেলায় ৪,০১৮ টি , গোমতী জেলায় ৩ , ১৮০ টি , দক্ষিণ ত্রিপুরা জেলায় ২,৮৫০ টি , খোয়াই জেলায় ২,২৭৭ টি , ঊনকোটি জেলায় ৩,৮ ১০ টি , উত্তর ত্রিপুরা জেলায় ৩,৮৩৪ টি এবং ধলাই জেলায় ৪,৪১৩ টি পরিবার উপকৃত হয়েছেন । প্রাণীসম্পদ বিকাশ দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



