আগামী ১৪ মে রাজ্যে আবারও বসছে জাতীয় লোক আদালত । ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চতুরে সরকারি ছুটির দিনে লোক আদালত বসবে । লোক আদালতে মোট ৫৪ টি বেঞ্চে ৫,৯৯৩ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে । এরমধ্যে পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫,২৩৬ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ৭৫৭ টি মামলা রয়েছে । জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,৭৩৬ টি মামলা , মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ১৬২ টি , শ্রম বিরোধ সংক্রান্ত ১ টি মামলা , দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৫০০ টি মামলা , আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ২৯৮ টি মামলা , বৈবাহিক বিরোধের ১২১ টি মামলা , চেক বাউন্স সংক্রান্ত ( এন আই অ্যাক্ট ) ১২০ টি মামলা , অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৫১ টি মামলা এবং ফৌজদারি আপিল সংক্রান্ত ৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে । ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে । এই বেঞ্চে ৩০ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে । লোক আদালতে সবচেয়ে বেশি ১০ টি বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে । ইতিমধ্যে মামলার উভয়পক্ষকেই নোটিশ দেওয়া হয়েছে । আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক থাকবে । প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিশপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন । ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ করেছেন ।



