গতকাল রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রদীপ জ্বালিয়ে এবং বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার । উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায় , তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ , বিশিষ্ট সমাজসেবী রঞ্জিৎ সূত্রধর , বিশিষ্ট নাট্যবিদ মনোরঞ্জন গোপ প্রমুখ । অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অতিথিগণ কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন । পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার উদ্বোধকের আলোচনায় বলেন , বিশ্বকবির অগণিত গান , কবিতা আজও মানুষের হৃদয়ে স্থান করে রয়েছে । উপস্থিত অন্যান্য অতিথিগণও কবির কর্মজীবন নিয়ে বিশদ আলোচনা করেন । অনুষ্ঠানের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া শহরে প্রভাতফেরির আয়োজন করা হয় ।



