গভীর রাতে নৈশকালীন দুষ্কৃতিকারী -রা এক কৃষকের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল কৃষি ক্ষেতের ১৩,০০ মরিচের চারা নষ্ট করে দেয়। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মধ্য-কৃষ্ণপুর নতুন বাজার এলাকায় সোমবার গভীর রাতে। জানা যায়, মধ্য-কৃষ্ণপুর নতুন বাজার এলাকার কৃষক নিরাঞ্জন সরকারের কৃষি ক্ষেতে সোমবার রাতের অন্ধকারে দুষ্কৃতিকারী -রা প্রবেশ করে ১৩,০০ মরিচ গাছের চারা নষ্ট করে দেয়। পরবর্তীতে ওই কৃষক মঙ্গলবার সকালে কৃষি ক্ষেতে গিয়ে প্রত্যক্ষ করতে পারে কে বা কাহারা তার মরিচ কৃষি ক্ষেতের মরিচের চারাগুলি নষ্ট করে দিয়েছে। তার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে এলাকার লোকজন। ওই কৃষক জানায় প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে তার। এবিষয়ে ওই কৃষক তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অতীতেও বহুবার এই এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতী কর্তৃক কৃষি ক্ষেত নষ্ট করার ঘটনা ঘটেছে। এলাকার কৃষকদের মধ্য থেকে তাদের কৃষি ক্ষেতে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থার প্রদানের দাবি উঠতে শুরু করে দিয়েছে।।



