Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যবনদস্যুর হাতে আহত বনকর্মী

বনদস্যুর হাতে আহত বনকর্মী

বনদস্যুদের অবৈধ গোপন আস্তানায় অভিযানে গিয়ে কর্তব্যরত অবস্থায় কাঠ বনদস্যুদের প্রাণঘাতী হামলায় রক্তাক্ত তিন ফরেস্ট অফিসার। নিজ কর্তব্য পালন করতে গিয়ে বনদস্যুদের প্রাণঘাতী হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক বনকর্মী। ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন শালবাগান এলাকায় শনিবার গভীর রাতে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানাধীন শালবাগান এলাকায় গজিয়ে ওঠা অবৈধ কাঠ মাফিয়াদের একটি গোপন আস্তানায় অভিযান চালানোর উদ্দেশ্যে যায় তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরে কর্মরত ফরেস্ট অফিসাদের একটি দল। যথারীতি শালবাগান এলাকায় শনিবার রাতে অবৈধ কাঠ মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামে বনদপ্তরের কর্মীরা। অভিযান চলাকালীন সময় আচমকা অবৈধ কাঠ মাফিয়া চক্রের প্রায় ৫০ থেকে ৬০ জন বনদস্যু অতর্কিতে প্রাণঘাতী হামলা চালায় অভিযানে থাকা বনকর্মীদের উপর। নিজ কর্তব্য পালন করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় বনদস্যুদের প্রাণঘাতী হামলায় আহত হয় মোট তিনজন বনকর্মী। অভিযানে অংশগ্রহণকারী আহত ফরেস্ট গার্ড শংকর গোয়ালার (৫৮) অবস্থা খুবই গুরুতর। বনদস্যুদের প্রাণঘাতী হামলায় ফরেস্ট গার্ড শংকর গোয়ালার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং তার অবস্থা খুবই গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর রেফারেল জি.বি.পি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাজ্যের বনাঞ্চল -কে রক্ষার্থে নিজ কর্তব্য পালন করতে গিয়ে বনদস্যুদের প্রাণঘাতী হামলায় বর্তমানে জি.বি.পি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঐ কর্তব্য পরায়ন ফরেস্ট গার্ড শংকর গোয়ালা। অভিযান চলাকালীন সময় দীর্ঘ সময় বনকর্মী এবং বনদস্যুদের মধ্যে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। জানা যায়, বন দস্যুদের প্রাণঘাতী হামলার মুখেও পিছুপা হয়নি অভিযানে থাকা বনকর্মীরা। পরবর্তীতে বনকর্মীদের সফল অভিযান এবং সাহসিকতার কাছে হার মেনে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বনদস্যুর দল। অভিযানে আটক হয় অবৈধ কাঠ বোঝাই TR 01 0081 নম্বরে একটি মারুতি ভ্যান গাড়ি। তৎসঙ্গে আটক করা হয় বনদস্যুদের একটি মোটরসাইকেল -কেও।রাজ্যের বনাঞ্চলকে রক্ষার্থে নিজেদের জীবনকে বাজি রেখে বনদস্যুদের বিরুদ্ধে তেলিয়ামুড়ার বনকর্মীদের এই সফল অভিযান এবং সাহসিকতায় গোটা মহকুমা জুড়ে প্রশংসার রব উঠেছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য