করবুক মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল করবুক মাল্টিপারপাস হলে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন করবুক মহকুমার মহকুমা শাসক পার্থ দাস , মহকুমা পুলিশ আধিকারিক রাজু রিয়াং , সিডিপিও পানেন্দ্র ত্রিপুরা , বিদ্যালয় পরিদর্শক দামোদর ত্রিপুরা , বিক্রমকিশোর জমাতিয়া , সমীরণ চাকমা , মহকুমার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ সহ অঙ্গনওয়াড়ি কর্মী ও এলাকার অভিভাবকগণ । সভায় মহকুমা শাসক পার্থ দাস বাল্য বিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান । মহকুমা এলাকায় কোথাও যদি বাল্য বিবাহের খবর পাওয়া যায় তাহলে তৎক্ষনাৎ সিডিপিও বা মহকুমা পুলিশ আধিকারিকের নজরে আনার জন্য আবেদন রাখেন । তিনি সিডিপিও বিদ্যালয় পরিদর্শক এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের স্ব স্ব দপ্তরের উদ্যোগে ক্যুইজ প্রতিযোগিতা , আলোচনা সভা , নাটক , পোস্টার ইত্যাদির মাধ্যমে বাল্য বিবাহ রোধে প্রচারাভিযান চালানোর জন্য নির্দেশ দেন । মহকুমা পুলিশ আধিকারিক রাজু রিয়াং বাল্য বিবাহের ফলে সমাজে নেতিবাচক প্রভাবগুলি সকলের সামনে তুলে ধরেন । তিনি পকসো আইনের উদ্দেশ্য ও তার ব্যবহার সম্পর্কেও সকলকে অবহিত করেন । তাছাড়াও আলোচনায় অংশ নেন বিদ্যালয় পরিদর্শক , সিডিপিও , করবুক ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক , তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রমুখ ।



