Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যকরবুক মহকুমায় বাল্য বিবাহ প্রতিরোধে সভা

করবুক মহকুমায় বাল্য বিবাহ প্রতিরোধে সভা

করবুক মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল করবুক মাল্টিপারপাস হলে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন করবুক মহকুমার মহকুমা শাসক পার্থ দাস , মহকুমা পুলিশ আধিকারিক রাজু রিয়াং , সিডিপিও পানেন্দ্র ত্রিপুরা , বিদ্যালয় পরিদর্শক দামোদর ত্রিপুরা , বিক্রমকিশোর জমাতিয়া , সমীরণ চাকমা , মহকুমার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ সহ অঙ্গনওয়াড়ি কর্মী ও এলাকার অভিভাবকগণ । সভায় মহকুমা শাসক পার্থ দাস বাল্য বিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান । মহকুমা এলাকায় কোথাও যদি বাল্য বিবাহের খবর পাওয়া যায় তাহলে তৎক্ষনাৎ সিডিপিও বা মহকুমা পুলিশ আধিকারিকের নজরে আনার জন্য আবেদন রাখেন । তিনি সিডিপিও বিদ্যালয় পরিদর্শক এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের স্ব স্ব দপ্তরের উদ্যোগে ক্যুইজ প্রতিযোগিতা , আলোচনা সভা , নাটক , পোস্টার ইত্যাদির মাধ্যমে বাল্য বিবাহ রোধে প্রচারাভিযান চালানোর জন্য নির্দেশ দেন । মহকুমা পুলিশ আধিকারিক রাজু রিয়াং বাল্য বিবাহের ফলে সমাজে নেতিবাচক প্রভাবগুলি সকলের সামনে তুলে ধরেন । তিনি পকসো আইনের উদ্দেশ্য ও তার ব্যবহার সম্পর্কেও সকলকে অবহিত করেন । তাছাড়াও আলোচনায় অংশ নেন বিদ্যালয় পরিদর্শক , সিডিপিও , করবুক ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক , তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রমুখ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য