প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনায় গত অর্থবছরে পশ্চিম ত্রিপুরা জেলায় ১৪০ টি স্মলবোর খননের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল । এরমধ্যে ১২২ টি স্মলবোর খনন কাজ শেষ করা হয়েছে । এই স্খলবোরগুলি থেকে ১৭ হাজার ৮০০ মিটার পাইপ লাইনে জল সরবরাহ করা হচ্ছে । ১৮ টি স্খলবোর খননের কাজ চলছে । এই কর্মসূচির মধ্যে জেলার আগরতলা পুরনিগম এলাকায় ৩০ টি , হেজামারা ব্লকে ১৬ টি , বেলবাড়ি ব্লকে ৬ টি , লেফুঙ্গা ব্লকে ১৭ টি , মোহনপুর ব্লকে ২৫ টি এবং বামুটিয়া ব্লকে ২৮ টি স্খলবোর খনন ও চালু করা হয়েছে । অন্যদিকে আগরতলা পুরনিগম এলাকায় ৩ টি , হেজামারা ব্লকে ৫ টি , বেলবাড়ি ব্লকে ৪ টি , লেফুঙ্গা ব্লকে ২ টি , মোহনপুর ব্লকে ২ টি এবং বামুটিয়া ব্লকে ২ টি স্মলবোর খনন কাজ চলছে । জলসম্পদ দপ্তরের আগরতলা কুঞ্জবন বিভাগ থেকে এ সংবাদ জানানো হয়েছে ।



