Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যপ্রধানমনন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা পশ্চিম ত্রিপুরা জেলায় ১২২ টি স্মলবোর

প্রধানমনন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা পশ্চিম ত্রিপুরা জেলায় ১২২ টি স্মলবোর

প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনায় গত অর্থবছরে পশ্চিম ত্রিপুরা জেলায় ১৪০ টি স্মলবোর খননের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল । এরমধ্যে ১২২ টি স্মলবোর খনন কাজ শেষ করা হয়েছে । এই স্খলবোরগুলি থেকে ১৭ হাজার ৮০০ মিটার পাইপ লাইনে জল সরবরাহ করা হচ্ছে । ১৮ টি স্খলবোর খননের কাজ চলছে । এই কর্মসূচির মধ্যে জেলার আগরতলা পুরনিগম এলাকায় ৩০ টি , হেজামারা ব্লকে ১৬ টি , বেলবাড়ি ব্লকে ৬ টি , লেফুঙ্গা ব্লকে ১৭ টি , মোহনপুর ব্লকে ২৫ টি এবং বামুটিয়া ব্লকে ২৮ টি স্খলবোর খনন ও চালু করা হয়েছে । অন্যদিকে আগরতলা পুরনিগম এলাকায় ৩ টি , হেজামারা ব্লকে ৫ টি , বেলবাড়ি ব্লকে ৪ টি , লেফুঙ্গা ব্লকে ২ টি , মোহনপুর ব্লকে ২ টি এবং বামুটিয়া ব্লকে ২ টি স্মলবোর খনন কাজ চলছে । জলসম্পদ দপ্তরের আগরতলা কুঞ্জবন বিভাগ থেকে এ সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য