চা বাগান শ্রমিকদের আর্থসামাজিক মানোন্নয়নে ৮৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে জনগণের জীবনের মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারের ক্ষেত্র । এই কাজ করতে যে হৃদয়ের দরকার হয় তা সরকারের আছে বলেই গ্রাম থেকে শহর সর্বত্র ঘর , বিদ্যুৎ সংযোগ , পানীয়জলের সংযোগ সহ অন্যান্য পরিষেবা দ্রুত মানুষের কাছে পৌঁছানোর কাজ করে চলেছে সরকার । আজ কমলপুরের মহাবীর চা বাগান এসবি স্কুলের মাঠে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে এক পারস্পরিক মতবিনিময় সভায় এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রীদেব উপস্থিত চা বাগান শ্রমিকদের কাছে ‘ মুখ্যমন্ত্রী চা বাগান শ্রমিক কল্যাণ প্রকল্পের উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন । মুখ্যমন্ত্রী বলেন যে , বহুদিনের অবহেলিত চা বাগান শ্রমিকদের আর্থসামাজিক মানোন্নয়নে সরকার ৮৫ কোটি টাকার এই প্রকল্প হাতে নিয়েছে । এর সাহায্যে রাজ্যের চা বাগান শ্রমিকদের পরিবারগুলোকে ২২ টি বিষয়ে বিভিন্নভাবে আর্থিক সহায়তা করা হবে । এছাড়া যেসব চা বাগানগুলি মৃত বা অপেক্ষাকৃত দুর্বল সেই বাগানগুলিকে চিহ্নিত করে শ্রমিকদের নামে লিজ দেওয়া হবে এবং ব্যাংক লোনের মাধ্যমে সহায়তা করা হবে । মুখ্যমন্ত্রী বলেন যে , ধলাই জেলায় ৩৮,২৫০ জন কৃষক পিএম কিষাণের মাধ্যমে সুবিধা পাচ্ছেন । এতে প্রতিবছর এই কৃষকদের ব্যাংক একাউন্টে ৬,০০০ টাকা করে দেওয়া হচ্ছে । মোট ৬৮,২৪,০০০ টাকা এখন পর্যন্ত প্রদান করা হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে এই প্রকল্পের বাস্তবায়নে রাজ্য সরকার ধলাই জেলাতেও সাফল্য জানান মুখ্যমন্ত্রী । বলে তিনি বলেন , কমলপুরের দুর্গাচৌমুহনী ও সালেমা ব্লকেও যথাক্রমে ৫,৯৪০ জন এবং ২,৪৪৫ জন কৃষক এই পিএম কিষাণ প্রকল্পে সুবিধা পাচ্ছেন । প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , চার বছরে দুই লক্ষ আটাশ হাজার ঘরের অনুমোদন দেওয়া হয়েছে যা অভূতপূর্ব সাফল্য । তিনি বলেন , গত সেপ্টেম্বরে এক সাথে আরও ১,৫৯,০০০ টি ঘরের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং চার বছরে পিছিয়েপড়া ধলাই জেলাতে নির্মাণ হয়েছে ২৩,৪০২ টি ঘর । মুখ্যমন্ত্রী এদিন বলেন যে , ভিশন ডকুমেন্টের বাস্তবায়নে সব রকমের সামাজিক ভাতা ২,০০০ টাকা করে করা হবে এবং আগামী দুর্গাপূজার সময় থেকেই তা কার্যকরী হবে । তিনি বলেন , সরকার পরিশ্রুত পানীয়জলের পরিষেবা প্রদানে জলজীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়ি সংযোগের কাজ করছে । এই ক্ষেত্রে ৫৫ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে । ২ – এর পাতায় এদিনের অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন , জনজাতিদের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করেছে । রাজ্যে আইনের শাসন জারি হয়েছে । এই কারে দোষীদের বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে । এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সচিব ডঃ পি কে গোয়েল । উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা ও ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা । মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে চা বাগান শ্রমিকদের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেন । মাঠে আয়োজিত মতবিনিময় সভার শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৫ জন সুবিধাভোগীদের বাড়ি পরিদর্শন করেন । তাদের সাথে মতবিনিময় করেন , প্রকল্পের বাস্তবায়ন প্রত্যক্ষ করেন । এছাড়াও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান , বাচ্চা ও মায়েদের সঙ্গে কথা বলেন । একটি শিশুর অন্নপ্রাশনেও অংশ নেন । মুখ্যমন্ত্রী শিশু ও তার মাকে শুভেচ্ছা জানান ।



