সাব্রুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা থেকে শুরু হয়েছে । সারুম মেলার মাঠে সন্ধ্যায় ১০ দিনব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক শংকর রায় , অরুণ চন্দ্র ভৌমিক ও বিধায়ক বিপ্লব ঘোষ । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ দাস , দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত , সাব্রুম নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে । বিধায়কগণ বক্তব্য রাখতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান । বৈশালী মেলায় রাজ্য সরকারের ১৬ টি দপ্তর উন্নয়ন তথ্য তুলে ধরে প্রদর্শনী মন্ডপ খুলেছে । তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে । উদ্বোধনী অনুষ্ঠানে করুনেশ্বর মাধব দাস ব্রহ্মচারী গীতা , মহম্মদ শহীদুল ইসলাম কোরান ও ফাদার ম্যাথিউ বাইবেল পাঠ করেন । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব্রুম নগরপঞ্চায়েতের সদস্য রঞ্জিত রায় চৌধুরী ।



