কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর গত অর্থ বছরে জম্পুইজলা মহকুমা এলাকায় ২৫ হেক্টর জমিতে ‘ ক্যুইন ’ জাতের আনারস চাষে কৃষকদের আর্থিক সহায়তা করেছে । এতে ৩৯ জন কৃষক আনারস চাষের জন্য আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন । প্রতি সুবিধাভোগীকে হেক্টর প্রতি ৩২ হাজার ৮০০ টাকা করে এমআইডিএইচ প্রকল্পে সহায়তা করা হয় । এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৮ লক্ষ ২০ হাজার টাকা । জম্পুইজলা মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক কিংসুক দেববর্মা এ তথা জানান ।



