Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যসতেরো মিঞার হাওর পরিদর্শনে মৎস্যমন্ত্রী

সতেরো মিঞার হাওর পরিদর্শনে মৎস্যমন্ত্রী

চন্ডিপুর ব্লকের বীরচন্দ্রনগর পঞ্চায়েতের সতেরো মিঞার হাওর ও বিলাসপুর পঞ্চায়েতের পেঁচারডহর জলাশয় আজ মৎস্যমন্ত্রী মেবার কুমার জমাতিয়া পরিদর্শন করেন । বীরচন্দ্রনগর পঞ্চায়েতের সতেরো মিঞার হাওর পরিদর্শনের সময় মৎস্যমন্ত্রী এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন । পরিদর্শনকালে তিনি জানান , খুব শীঘ্রই এই হাওরের চারপাশে বাঁধ নির্মাণ করে মাছ চাষের উপযোগী করে তোলা হবে । তিনি বলেন , প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ও মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় মৎস্যজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে । এতে এই এলাকার মৎস্যজীবীগণ উপকৃত হবেন । উল্লেখ্য , সতেরো মিঞার হাওরটি ৬৮.৬৯ এলাকা নিয়ে বিস্তৃত । সতেরো মিঞার হাওর পরিদর্শনের পর মৎস্যমন্ত্রী বিলাসপুর পঞ্চায়েতের পেঁচারডহর জলাশয়টি পরিদর্শন করেন । পরিদর্শনের সময় বিশেষ সচিব অভিষেক চন্দ্রা , জেলাশাসক উত্তম কুমার চাকমা , কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার , মৎস্য দপ্তরের উপঅধিকর্তা জয়ন্ত চক্রবর্তী , চন্ডিপুর ব্লকের বিডিও তেপুই টচোয়াং প্রমুখ উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য