Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যএমজিএন রেগার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ও রইস্যাবাড়ি ব্লকে ৩,৫৫২ শ্রমদিবস সৃষ্টি

এমজিএন রেগার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ও রইস্যাবাড়ি ব্লকে ৩,৫৫২ শ্রমদিবস সৃষ্টি

চলতি অর্থবছরে এমজিএন রেগায় গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ও রইস্যাবাড়ি ব্লকে এখন পর্যন্ত ৩ হাজার ৫৫২ শ্রমদিবস সৃষ্টি হয়েছে । বিভিন্ন উন্নয়নমূলক কাজে এজন্য ব্যয় হয়েছে ৭ লক্ষ ৫৩ হাজার ২৪ টাকা । এই প্রকল্পে ডুম্বুরনগর ব্লকে ৩ হাজার ২৮৪ শ্রমদিবসের কাজ হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ৬ লক্ষ ৯৬ হাজার ২০৮ টাকা । এছাড়া রইস্যাবাড়ি ব্লকে ২৬৮ শ্রমদিবসের কাজ হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ৫৬ হাজার ৮১৬ টাকা । তাছাড়া এই প্রকল্পে গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকে গত ২০২১-২২ অর্থবছরে ১৩ লক্ষ ৬ হাজার ৯৫০ শ্রমদিবসের কাজ হয়েছে । ব্যয় হয়েছে ২৭ কোটি ৭০ লক্ষ ৭৩ হাজার ৪০০ টাকা । রইস্যাবাড়ি ব্লকে গত অর্থবছরে ৬ লক্ষ ৯৩ হাজার ৭২৬ শ্রমদিবসের কাজ হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ১৪ কোটি ৭০ লক্ষ ৬৯ হাজার ৯১২ টাকা । ধলাই জেলাশাসক ও সমাহর্তার কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য