প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় জম্পুইহিল ব্লকে ৬ টি নতুন পুকুর খনন করা হয়েছে । ব্লকের ভাঙমুন , মনপুই , লঙ্গাইভ্যালি , সাবোয়াল ভিলেজে ১ টি করে ও তাংসাং ভিলেজে ২ টি পুকুর খনন করা হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ৮ লক্ষ ৬ হাজার ৪০ টাকা । কাঞ্চনপুর মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে ।



