Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যবৃষ্টির ফলে কৃষকদের মাথায় চিন্তার ভাঁজ

বৃষ্টির ফলে কৃষকদের মাথায় চিন্তার ভাঁজ

কৃষকেরা বৃষ্টির অপেক্ষায় এতোদিন প্রহর গুনলেও মঙ্গলবার এবং বুধবারের হাল্কা মাঝারি বর্ষণের ফলে কৃষকদের কৃষিক্ষেত্রে জল জমে ফসলে পচন ধরার উপক্রম। ফলে অসহায় হতদরিদ্র কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। খবরে প্রকাশ, এতদিন কৃষি ক্ষেত্র গুলোর জন্য কৃষকেরা বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো বসে থাকলেও মঙ্গলবার এবং বুধবারের হাল্কা মাঝারি বর্ষণের ফলে কৃষকদের কৃষিক্ষেত্রে সঠিক পরিমাণে নিষ্কাশনের সুবন্দোবস্ত না থাকার কারণে কৃষকদের কৃষিক্ষেত্রে জল লেগে ফসলে পচন ধরার উপক্রম।কৃষকদের অভিমত, বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের কৃষিক্ষেতে জল জমে থাকা। ফলে অসহায় হতদরিদ্র কৃষকেরা নিজেদের গাটের অর্থ খরচ করে কৃষি জমির জল নিষ্কাশনের কাজে হাত লাগায়। আর এমনটাই চিত্র উঠে এলো তেলিয়ামুড়ার বেশির ভাগ কৃষি প্রধান এলাকা থেকে। এতে উল্লেখ রয়েছে বাইশঘড়িয়া, উত্তর কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, বালুছড়া, মোহড়ছড়া, ব্রম্যছড়া সহ বিস্তীর্ণ এলাকা। বর্তমানে দুদিনের হালকা মাঝারি বর্ষণের ফলে কৃষকদের উৎপাদিত ঝিঙে, করলা, লতছিম, কারকল সহ একাধিক সব্জি ক্ষেত জলের তলায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য