Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যএডিসি এলাকায় যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ ক্ষুব্ধ এলাকাবাসী

এডিসি এলাকায় যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ ক্ষুব্ধ এলাকাবাসী

রাজ্যের এ.ডি.সি এলাকার উন্নয়নের জন্য বিপুল অর্থ রাশি বরাদ্দ থাকলেও। স্ব-শাসিত জেলাপরিষদ প্রশাসন সেই অর্থরাশি কি আদৌ এ.ডি.সি এলাকার উন্নয়নে খরচ করছে? উঠছে প্রশ্ন! স্বাধীনতার ৭৩ বছর অতিক্রান্ত হয়ে গেলেও প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের মানুষজনদের যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ আজও সেই তিমিরেই রয়ে গেছে। মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীন প্রত্যন্ত কাঁকড়া ছড়া এ.ডি.সি ভিলেজের অন্তর্গত বিভিন্ন এলাকায় যাওয়ার প্রায় ৩০ কিলোমিটারের মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশা গ্রস্থ। স্ব-শাসিত জেলা পরিষদের অন্তর্গত ওই সব এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষজনদের যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরনের জন্য কোনো উদ্যোগ‌ নেই এ.ডি.সি প্রশাসনের। ফলে দীর্ঘ মাস ধরেই যাতায়াত করার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রত্যন্ত কাঁকড়া ছড়া এ.ডি.সি ভিলেজের অন্তর্গত বিভিন্ন এলাকার জনজাতি অংশের মানুষজন -দের। জানা যায়, দীর্ঘ প্রায় ছয়-সাত মাস ধরেই বেহাল দশা গ্রস্থ অবস্থায় রয়েছে তুইমধু বাজার থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত কাঁকড়া ছড়া এ.ডি.সি ভিলেজের অন্তর্গত কর্ণরাম, গদাইমংকুর‌ই, হামপাইলা পাড়া, নমঞ্জয় পাড়া, দত্ত মলসম, প্রজা বাহাদুর মলসম পাড়া, বাহাদুর সরদার পাড়া সহ আর বেশ কয়েকটি এলাকায় যাওয়ার মূল রাস্তাটির। তুইমধু বাজার থেকে প্রত্যন্ত কাঁকড়া ছড়া এ.ডি.সি ভিলেজের বিভিন্ন এলাকায় যাওয়ার দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার লম্বা এই মূল রাস্তাটি বেহাল দশাগ্রস্থ হ‌ওয়ার ফলে এই রাস্তা ধরে কোনো যান চালকরা যেতে চায় না। কারণ, এই ভগ্নদশা গ্রস্থ রাস্তা ধরে যান চালানোর ফলে যান চালকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাছাড়া রাস্তাটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হওয়াতে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষজনদের অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মহিলাদের হাসপাতালে আনতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে এক যান চালক জানায়, অতীতেও এই রাস্তা ধরে গর্ভবতী এক মহিলাকে গাড়ি যোগে নিয়ে আসার পথে দুর্ঘটনার কবলে পড়েছে গাড়ি। আর‌ও অভিযোগ রাস্তার বরাদ্দপ্রাপ্ত ঠিকেদার কর্তৃক রাস্তার নিম্নমানের কাজের দরুন‌ই দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার সহজ-সরল গিরিবাসীদের। কিন্তু এই রাস্তাটি সংস্কারের জন্য আজ পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনিউ এ.ডি.সি প্রশাসন। ফলে দিন দিন এই রাস্তাটির অস্তিত্ব একপ্রকার বিলুপ্তির পথে। এদিকে ওই এলাকার একজন জনজাতি ব্যক্তি জানান, রাস্তাঘাটের সমস্যা আজকের নয় দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে রাস্তার সমস্যায় ভুগতে হচ্ছে ওই এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষদের। আরো জানান একদিকে যেমন গাড়ির সমস্যা রয়েছে, অপরদিকে এই রাস্তার বেহাল দশার কারণে যানবাহন নিয়ে যান চালকরা আসতে চায় না। এই রাস্তার ভগ্নদশা কারণে কারণে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলছে। এমনকি এই রাস্তার অপ্রতুলতার কারণে যান দুর্ঘটনার কবলে পড়ে অতীতে বহু মানুষদের প্রাণ হারাতে হয়েছে। তিনি আরো জানান, দীর্ঘ মাস ধরে রাস্তার সমস্যার কারণে গাড়ি ভাড়া দ্বি-গুণ দিয়ে বাজার-হাট সহ চিকিৎসার জন্য হাসপাতালে আসতে হয়।অন্যদিকে এ.ডি.সি প্রশাসনের ভূমিকা নিয়েও জনমনে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্ট এলাকার এলাকাবাসীদের মধ্য থেকে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি উঠতে শুরু করে দিয়েছে। এখন এটাই দেখার বিষয় কবে নাগাদ রাস্তাটি সংস্কারে গুরুত্ব আরোপ করে এ.ডি.সি প্রশাসন।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য