মাধ্যমিক ও মাদ্রাসা আলিম নতুন সিলেবাসের ম্যাথেমেটিকস ( স্ট্যান্ডার্ড ) ও ম্যাথমেটিকস ( বেসিক ) পরীক্ষায় ৪৩,২৯৪ জন পরীক্ষার্থী ছিল । তার মধ্যে ছাত্র ২০,৭৮৭ জন ও ছাত্রী ২২,৫০৭ জন । সারা রাজ্য পরীক্ষায় বসেছিল ৪২,০৬২ জন পরীক্ষার্থী । তার মধ্যে ছাত্র ২০,৩২৫ জন ও ছাত্রী ২১,৭৩৭ জন । অনুপস্থিতির সংখ্যা ছাত্র ৪৬২ জন ও ছাত্রী ৭৭০ জন । ছাত্রছাত্রীর উপস্থিতির শতকরা হার ৯৭.১৫ । রাজ্যের মোট ৭৭ টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সবকয়টি পরীক্ষাকেন্দ্রের অবস্থা শান্তিপূর্ণ ছিল । আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্য কোনো পরীক্ষার্থীকে বহিস্কার করার সংবাদ পাওয়া যায় নি । আজকের পরীক্ষায় পর্ষদ সভাপতি ড . ভবতোষ সাহা ঈশানপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় , বড়কাঠালিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও মোহনপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেন । পর্ষদ উপসচিব শুভাশিস চৌধুরী সিপাহীজলা ও বিশালগড় উচ্চতর মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেন ।