Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যচেবরি হাইস্কুলে রক্তদান শিবির

চেবরি হাইস্কুলে রক্তদান শিবির

খোয়াই যুব বিষয়ক ও ক্রীড়া আধিকারিক কার্যালয়ের সহযোগিতায় ও জেলা স্কাউট এন্ড গাইডস ইউনিটের উদ্যোগে আজ চেবরি হাইস্কুলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । শিবিরে ১৫ জন রক্তদান করেন । শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই জিলাপরিষদের সদস্য উত্তম অধিকারী , খোয়াই পঞ্চায়েত সমিতির সদস্য চয়ন রায় , পশ্চিম চেবরি পঞ্চায়েতের উপপ্রধান অসিত রায় , বিশিষ্ট সমাজসেবী তপু দেব , জেলা ক্রীড়া আধিকারিক নিতম্বীনি জমাতিয়া , জেলা স্কাউট এন্ড গাইডস ইউনিট সেক্রেটারি রঞ্জিত রুদ্রপাল ও জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্মসচিব বিষ্ণুপদ চক্রবর্তী প্রমুখ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য