Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যউত্তর পূর্ব উৎসবের সমাপ্তি অনুষ্ঠান ত্রিপুরার ৭ জন ভিস্যুয়াল আর্টিস্টকে সম্মাননা জ্ঞাপন

উত্তর পূর্ব উৎসবের সমাপ্তি অনুষ্ঠান ত্রিপুরার ৭ জন ভিস্যুয়াল আর্টিস্টকে সম্মাননা জ্ঞাপন

সন্ধ্যায় গুয়াহাটিতে উত্তর পূর্ব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ললিত কলা একাডেমির নির্বাচিত ভিস্যুয়াল আর্টের ১৭ জন শিল্পীকে সম্মানিত করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ , কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি , কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল , কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু , ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রীগণ , কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রমুখ । উত্তর পূর্বাঞ্চলের ১৭ জন শিল্পীর মধ্যে ত্রিপুরার ৭ জন শিল্পী রয়েছেন । এরা হলেন শান্তা দেব , দেবজিৎ রুদ্রপাল , অভিজিৎ মজুমদার , তৃষা ঘোষ , রাজু দেবনাথ , রাখী দাস ও দীপিকা দাস । অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি তাদের হাতে সম্মাননা হিসেবে স্মারক তুলে দেন । উল্লেখ্য , প্রতিবছরই ভাস্কর্য , চিত্র শিল্প , সেরামিক , গ্রাফিক্স , আর্ট ফিউরেশন ও ব্যবস্থাপনার জন্য ললিত কলা একাডেমি তরুণ ও সম্ভাবনাময় শিল্পীদের স্কলারশিপ দিয়ে থাকে । এই ১৭ জন শিল্পী ও এই প্রকল্পের সুবিধাভোগী এবং তার মধ্যে ১৫ জনকে নির্বাচন করা হয়েছে ললিত কলা একাডেমির আগরতলা কেন্দ্রে কাজ করার জন্য এবং বাকি দু’জন কাজ করবেন কলকাতাস্থিত আঞ্চলিক কেন্দ্রে । তারা প্রতি মাসে ২০ হাজার টাকা করে একবছর এই স্কলারশিপ পাবেন । আগে স্কলারশিপের পরিমাণ ছিল ১০ হাজার টাকা । এই প্রকল্পে ২১ থেকে ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারেন । উল্লেখ্য , এবছর থেকে স্কলারশিপের সংখ্যা ৪০ থেকে বাড়িয়ে ৫৫ করা হয়েছে । উল্লেখ্য , ভিস্যুয়াল আর্টের বিকাশে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ নয়াদিল্লিতে ১৯৫৪ সালের ৫ আগস্ট ললিত কলা একাডেমির উদ্বোধন করেছিলেন । দিল্লির প্রধান কার্যালয় ছাড়াও একাডেমির আঞ্চলিক কেন্দ্র রয়েছে লক্ষ্ণৌ , ভূবনেশ্বর , চেন্নাই , কলকাতা ও আগরতলায় । ২০২০ – এর ডিসেম্বর থেকে চালু আগরতলা আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের শিল্পীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে উৎসাহিত করা হয় এবং স্কলারশিপ ও শিল্প চর্চায় স্টুডিও , গবেষণা ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য