Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যসোনামুড়া রবীন্দ্র চৌমুহনিতে ৯ মে মহকুমাভিত্তিক রবীন্দ্র জয়ন্তী

সোনামুড়া রবীন্দ্র চৌমুহনিতে ৯ মে মহকুমাভিত্তিক রবীন্দ্র জয়ন্তী

সোনামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় এবং সোনামুড়া নগরপঞ্চায়েতের যৌথ উদ্যোগে আগামী ৯ মে ২০২২ সোনামুড়া রবীন্দ্র চৌমুহনিতে অনুষ্ঠিত হবে সোনামুড়া মহকুমাভিত্তিক রবীন্দ্র জয়ন্তী । এই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আজ সোনামুড়া নগরপঞ্চায়েতের সভাকক্ষে এক প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয় । সভায় সিদ্ধান্ত হয় ৯ মে সন্ধ্যায় সোনামুড়া টাউনহলে অনুষ্ঠিত হবে কবি প্রণাম অনুষ্ঠান । বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা । সেদিন ভোর ৫ টায় সোনামুড়া নগরপঞ্চায়েত এলাকায় প্রভাতফেরী অনুষ্ঠিত হবে । প্রস্তুতি কমিটির সভায় উপস্থিত ছিলেন সোনামুড়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী , ভাইস চেয়ারপার্সন শাহজাহান মিঞা এবং নগর পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য