কৈলাসহর মহকুমা বন আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে গত অর্থবছরে এমজিএন রেগায় চন্ডীপুর ব্লকের ৩ কিমি বনায়নের কাজ শেষ হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ৩ লক্ষ ৭৫ হাজার ২৩৬ টাকা । মোট ৩৭৮ শ্রমদিবসের সৃষ্টি হয়েছে । এরমধ্যে ছনতৈল পঞ্চায়েতের নদীর পাড়ে ২ কিমি এবং মনুভ্যালি পঞ্চায়েতে ১ কিমি বনায়ন করা হয়েছে । মহকুমা বনাধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



